চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটির সঙ্গে ট্রাক্টর ট্রলির সংঘর্ষে মো. শাহিন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মনাকষা ইউনিয়নের ঈদগাহ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিন ওই ইউনিয়নের শিংনগর গ্রামের মো. তসিকুলের ছেলে ও ভটভটি চালক।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে পাশের ফিডার সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় ভটভটির সঙ্গে সংঘর্ষ হয় শিবগঞ্জ থেকে মনাকষাগামী ট্রাক্টরের। এতে আহত হন শাহিন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান উপপরিদর্শক জাকারিয়া।